Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত্ব ব্যাক্তিত্ব

এই ইউনিয়নে প্রখ্যাত ব্যক্তি অনেকে রয়েছেন মরহুম দেওয়ান আব্দুল বাছিত চৌধুরী, দেওয়ান আব্দুল বাছিতচৌধুরী ১৯৩৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করেন,  দেওয়ার আব্দুল বাছিত চৌধুরী ১৯৩৮ সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।  ১৯৪২-৪৬সালে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সদস্য হিসেবে কাজ করেন। দেওয়ান সাহেব আসাম প্রাদেকি পরিষদ এবং ভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন । পাকিস্থান শাসন আমলে ১৯৬৫ সালে তিনি তাৎকালীন পুর্ব পাকিস্থান সরকারেরর মন্ত্রী সভায় বাণিজ্য মন্ত্রী নিযুক্ত হন ।শিক্ষানুরাগী দেওয়ান আব্দুল বাছিত তার জীবদ্দশায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান করেন। বিশেষ করে মৌলভীবাজার সরকারি কলেজ প্রতিষ্ঠায় সবিশেষ গুরুত্বপুর্ণ  ভূমিকা পালন করেন, শিক্ষানুরাগী ও ধর্মনুরাগী দেওয়ান সাহেব অনেক স্কুল মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা  করেন।