Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

এক নজরে

'ছায়ায় সুনিভীর শান্তির নীড়' ঐতিহ্যের ধারাবাহিকতা নিয়ে  ৩২টি গ্রামের মধ্যস্থানে অবস্থিত ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

ক)নাম-৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ।

খ)আয়তন-১৫.০০বর্গ কি:মি:

গ)লোকসংখ্যা: ৩৭,৩২৩জন

ঘ)গ্রামের সংখ্যা: ৩৩টি

ঙ)মৌজার সংখ্যা: ২০টি

চ)হাট/বাজারের সংখ্যা-৫টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা-এশিয়ান হাইওয়ের অধীনে মৌলভীবাজার কুলাউড়া মহাসড়কের পাশে অবস্থিত।বাস,সিএনজি, ইজি বাইকের মাধ্যমে যাতাযাত করা হয়

জ)শিক্ষার হার: ৬০%(২০১১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৭টি

ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৩টি

ট)উচ্চ বিদ্যালয়- মাধ্যমিক বিদ্যলয়-৩টি

ঠ)জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র-নাই

ড)মাদ্রাসা-৭টি

ঢ)দায়িত্বরত চেয়ারম্যান-মিলন বখত

ণ) ধর্মীয় স্থান-৬৭টি

ত)ইউপি পুরাতন ভবন স্থাপিত কাল: সাল ১৯৬০ইং

থ)নবগঠিত পরিষদের বিবরণ:

           শপথ গ্রহনের তারিখ:৩১-৭-২০১১

           প্রথম সভার তারিখ: ৩১-০৭-২০১১

           মেয়াদ উত্তীর্নের তারিখ:

দ) মনসুরনগর ইউনিয়ন তথ্য ও সেবা দেন্দ্র

 

ধ)গ্রাম সমূহের নাম

জাউয়া, বানারাই, বিছইনকীর্তি, তারাচুং, মনসুরনগর, পঞ্চেশ্বর, বনমালী পঞ্চেশ্বর, সরখরনগর, বড়কাপন, কাটাজুরী, গোবিন্দবাটী, হাড়িয়ারাঐ, ফকিরটুলা, ছিক্কা, মধিপুর, চাটুরা, গোবিন্দশ্রী, শ্বাসমহল, উত্তর মহলাল, দক্ষিণ মহলাল, পরচক্র, বকসিকোনা, প্রেমনগর, মালিকোনা, আশ্রাকাপন, কদমহাটা, বিনয়শ্রী, তাহারলামু, বালিসহস্র, ভানুরমহল, মুড়াউড়া, ধাইসার,    

ন)ইউনিয়ন পরিষদের জনবল

 নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

 ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

 ইউনিয়ন গ্রাম পুলিশ  : ৯জন

  ইউনিয়নদফাদার  : ১জন